Barak UpdatesHappeningsBreaking News
অবসরের তিন মাস আগে কাছাড়ে শিক্ষকদের পেনশন চূড়ান্ত করার নির্দেশ
ওয়েটুবরাক, ৬ অক্টোবর: কাছাড় জেলায় শিক্ষকদের পেনশনের কাগজপত্র অবসরগ্রহণের তিন মাস আগে চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার শিলচরে অনুষ্ঠিত জেলার শিক্ষাআধিকারিকদের এক বৈঠকে এই নির্দেশ দেন জেলাশাসক কীর্তি জল্লি৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জেলার শিক্ষকদের অবসর গ্রহণের এক বছর আগে থেকে পেনশন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করার প্রস্তুতি নিতে হবে। বৈঠকে ২০১০ সালের পর থেকে অবসর নেওয়া শিক্ষকদের পেনশন সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এতে রাজ্য সরকারের নতুন করে নেওয়া কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে কীভাবে পেনশন পেপার দাখিল করা যায়, তা নিয়েও আলোচনা করা হয় এবং কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে এখন পর্যন্ত পেনশনের কাজকর্ম খতিয়ে দেখা হয়।
উল্লেখ্য, কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির লোয়ার গ্রেড কর্মীদেরও পেনশন প্রদানের ব্যবস্থা রয়েছে। সভায় জেলার ৩ লক্ষ শিক্ষার্থীকে আধার কার্ড ইস্যু করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধার কেন্দ্র স্থাপন এবং ভেরিফায়ার নিযুক্তির জন্য তালিকা তৈরি করে শীঘ্র প্রশাসনের কাছে জমা দিতে সব ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার এবং স্কুল ইনস্পেক্টরকে বলা হয়। বৈঠকে শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা ডিডিসি রাজীব রায়, স্কুল ইনস্পেক্টর সামিনা আরা রহমান, ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার সুমিত্রা দেব, ডিআই অব স্কুলস নুরুল হক মাঝারভূইঞা সহ জেলার ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারগণ উপস্থিত ছিলেন।
সভাপতির ভাষণে জেলাশাসক জল্লী জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের সময়মতো পেনশন পাওয়ার জন্য প্রশাসন থেকে লক্ষ্যমাত্রা ধরে দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারকে শিক্ষার্থীদের ব্যাংকে একাউন্ট খোলার বিষয়টি সহজ সরল করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাতে করে ছাত্র-ছাত্রীদের একাউন্টে বিভিন্ন স্কিমের বেনিফিট ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা যায়।