Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে লায়ন্স ক্লাবের বন্যা পরবর্তী স্বাস্থ্যশিবির অব্যাহত

ওয়েটুবরাক, ১৯ আগস্ট : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২২ জির পক্ষ থেকে বন্যা পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবির  অব্যাহত রয়েছে। কাছাড় জেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন রোগে আক্রান্ত গরীব দুস্থ জনসাধারণের সেবায় নিয়োজিত লায়ন্স ক্লাব ও তাদের যুবশাখা লিও ক্লাবের সদস্যরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাছাড় ডিস্ট্রিক্ট হেল্থ সোসাইটি, কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ এবং ” ডক্টরস ফর ইউ” সংস্থা। গত ২৬ জুলাই লায়ন্স ক্লাবের এই স্বাস্থ্য শিবিরগুলির সূচনা হয়।

বন্যা পরবর্তী বিভিন্ন সেবায় বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফান্ড ফাউন্ডেশন কর্তৃপক্ষ । গত ২৬ জুলাই স্বাস্থ্য শিবির আয়োজিত হয় শিলচরের কনকপুর জিপিতে, দ্বিতীয় শিবির ৩০ জুলাই বাবুটিলাতে, তৃতীয় শিবির ৩১ জুলাই ভকতপুর জিপিতে, চতুর্থ শিবির ৩ আগস্ট বরখলার মাছুঘাটে, পঞ্চম শিবির ১০ আগস্ট মেহেরপুরে, ষষ্ঠ শিবির ১১ আগস্ট কাশীপুর চা বাগানে, সপ্তম ১৩ আগস্ট তপোবন নগরে, এবং অষ্টম শিবির ১৮ আগস্ট দক্ষিণ মোহনপুর জিপির গোবিন্দ নগরে হয়। এই সব স্বাস্থ্য শিবিরে এখন অবধি প্রায় দুই হাজার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয়।

পাশাপাশি প্রত্যেকটি শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। বিভিন্ন লায়ন্স স্বাস্থ্য শিবিরে জেলা স্বাস্থ্য বিভাগ, “ডক্টরস ফর ইউ” এবং লিও-লায়ন পরিবারের যে চিকিৎসকরা নিঃস্বার্থ ভাবে জনসেবার উদ্দেশ্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করছেন, তারা হলেন – ডা. তনুঋত চৌধুরী, ডা. নীলাভ ভট্টাচার্য, ডা. ত্রিদীপ নাথ, ডা. স্বপন সূত্রধর, ডা. বিজয় কুর্মী, ডা. নাদিম ইসলাম, ডা. পারমিতা চক্রবর্তী, ডা. গৈরিক সাহা, ডা. মণিকা দেব, ডা.সুমিতা দত্তগুপ্ত, ডা. দ্বৈপায়ন দেব, ডা. সুশ্বেতা চক্রবর্তী, ডা. আল্পনা চৌধুরী, ডা. মনস্বী দেব ও ডা. কেশব পাটিকর। বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডা. গৌতম সিং। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জির স্বাস্থ্য শিবির বিভাগের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন অনুপ দত্ত জানিয়েছেন, গোটা আগস্ট মাস জুড়েই স্বাস্থ্য শিবির চলবে৷ প্রয়োজনে এর পরেও শিবিরের আয়োজন করা হবে।

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জির এই শিবিরগুলি আয়োজনে পূর্ণ সহযোগিতা করেছেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২- জির ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর শুভংকর সেন। পাশে থাকছেন ডিজি  বলরাম সিং রাঠোর, দুই ভিডিজি নির্মল ভুরা ও ভিডিজি সীমা গোয়েংকা ।

উল্লেখ্য যে শিলচরের প্রায় সবকটি লায়ন্স ক্লাব ও কয়েকটি লিও ক্লাব এই স্বাস্থ্য শিবিরগুলিতে অংশ নিয়েছে। বিভিন্ন লায়ন ও লিও সদস্যদের মধ্যে যারা প্রায় নিয়মিতভাবে উপস্থিত থেকেছেন এবং শিবির গুলিকে সফল করে তুলতে স্বেচ্ছাসেবীর ভূমিকা নিয়েছেন, তারা হলেন  অঞ্জনা দেব, মৌসুমী চৌধুরী, সাখী ভট্টাচার্য, আনন্দ ঘোষ, লাকী দাস, নবীনা মজুমদার, দীপঙ্কর সাহা, মৌসম পাল, শংকর ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জীব রায়, দিলু দাস, অনুপ দেব, সুমনা দাস, রঞ্জিত রায়, জয়জিৎ দাস,  বাসুদেব ভট্টাচার্য, ঈপ্সিতা দত্ত, রিতা চক্রবর্তী, পারমিতা পাল, কিঙ্কিনি দত্ত, অভিষেক চক্রবর্তী,  ঋষভ পুরকায়স্থ, সৌম্যজ্যোতি ভট্টাচার্য,  শুভদীপ দাম, সঙ্খায়ন পাল, শুভজিৎ দাস,   দীপজ্যোতি দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker