Barak UpdatesHappeningsBusinessBreaking News
অভিভাবক মন্ত্রীর নির্দেশে কাছাড়ে ‘মিশন পাইনআপল’, নেতৃত্বে জেলাশাসক
ওয়েটুবরাক, ৪ জুলাইঃ কাছাড়ে আনারস বিপণনের পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। সে জন্য গড়ে দিয়েছেন ‘মিশন পাইনআপল’। এর নেতৃত্বে থাকছেন জেলাশাসক কীর্তি জল্লি। অশোকবাবু সাংবাদিকদের জানান, কাছাড়ের মার জনগোষ্ঠীর আনারস চাষীরা তাঁর সঙ্গে আলোচনা করেছেন। স্থানীয় বিধায়ক কৌশিক রাই-ই তাঁদের নিয়ে গিয়েছিলেন। সব জেনে তাঁর মনে হয়েছে, এ আসলে কোনও এক বছরের সমস্যা নয়। কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করতে হবে, প্রয়োজন উপযুক্ত বিপণন পরিকাঠামোরও।
সে জন্যেই তিনি মিশন পাইনআপল গড়েছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করতে হবে, কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে। কোল্ড স্টোরেজ আর ঠিকঠাক বিপণন ব্যবস্থা গড়ে তোলা গেলে লক্ষীপুরের আনারস চাষীদের আয়ও দ্বিগুণ হয়ে উঠবে,আশাবাদী অশোকবাবু।