Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে মাসব্যাপী আয়ুষ্মান কার্ড বিতরণ এবং তৈরির অভিযান ১৪ থেকে
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর: আগামী ১৪ ডিসেম্বর থেকে কাছাড় জেলায় শুরু হচ্ছে মাসব্যাপী আয়ুষ্মান কার্ড বিতরণ এবং কার্ড তৈরির অভিযান। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬২ গ্রাম পঞ্চায়েত সহ পুর এলাকায় এই কার্ড বিতরণ ও তৈরির কাজ করা হবে। এ জন্য জেলার যে সব নাগরিকদের খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে বা ২০১১ সালের অর্থনৈতিক সুমারিতে (এন এফ এইচ এস) নাম রয়েছে তারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে সংশ্লিষ্ট কর্মী, তৃণমূল স্তরের স্বাস্থ্যসেবায় নিয়োজিত আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা, অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (এ এস আর এল এম )-এর কম্যুনিটি ক্যাডারদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, বিনামূল্যে বিভিন্ন দুরারোগ্য চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে আয়ুষ্মান কার্ড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে দেশের সব সরকারি চিকিৎসা কেন্দ্র ছাড়াও বেসরকারি অনেক নামি চিকিৎসালয়ে বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা সহজেই নিতে পারেন। কাজেই ভারত সরকারের জনহিতৈষী এই কর্মসূচির সুবিধা নিতে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।