Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ভ্যাকসিন নিয়েছেন ৭৫%, বাকিদের খুঁজে বার করতে জরিপ শুরু
ওয়েটুবরাক, ৫ অক্টোবর : কোভিড টিকাকরণ কর্মসূচিকে দ্রুততর করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ঘরে ঘরে জরিপ শুরু করেছে। বিএলও এবং আশাকর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে ডোজ গ্রহণের সুবিধা করে দেবেন তাঁরা ।
কাল সোমবার শিলচরে স্বাস্থ্য বিভাগের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরোহিত্য করেন জেলাশাসক কীর্তি জল্লি৷ তিনি বলেন “এখনও ২৫ শতাংশ মানুষ বিভিন্ন কারণে টিকা নিতে পারেননি। কেন নিলেন না, তাদের সমস্যা জেনে সমাধান করতে হবে৷ তাদের সুবিধামতো টিকা দেওয়ারও ব্যবস্থা করতে হবে। একজন ব্যক্তিকে বাদ দেওয়া হলে, তিনি কেবল তার পরিবারের জন্যই নয়, পুরো সমাজের জন্য হুমকি হয়ে উঠবেন।” জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. আশুতোষ বর্মন বলেন, “অনেক পর্যায়ের গবেষণার পর দেখা গেছে, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরাও কোভিড ডোজ নিয়ে নিরাপদে রয়েছেন । অতএব, সমস্ত গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের তাদের ডোজ পেতে এগিয়ে আসা উচিত।”
জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, সোমবার রাত ৮টা পর্যন্ত ৯ লক্ষ ৬১ হাজার ৭৯৬ জন তাদের প্রথম ডোজ এবং ৩ লক্ষ ৩৪ হাজার ১৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ১৮-ঊর্ধ্বদের শতাংশের হিসাবে তা ক্রমে ৭৪.৮৮ এবং ২৬ শতাংশ৷