Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু

ওয়েটুবরাক, ২২মার্চঃ কাছাড় জেলায় আশি বৎসর বয়স ও তদুর্দ্ধ ব্যক্তি এবং প্রতিবন্ধীদের মধ্যে যাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের আবেদন গৃহীত হয়েছে তাদের ভোটগ্রহণ আজ সোমবার থেকে শুরু হয়েছে।  শিলচরে বঙ্গভবনের পাশে অবস্থিত মিনি সচিবালয়ে সকাল ৬টায় জেলাশাসক কীর্তি জল্লি ভোটকর্মীদের হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে তাদের ভোটগ্রহণের উদ্দেশ্যে যাত্রার সূচনা করেন। জেলাশাসক ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোভিড নীতি অনুসরণ করতে সকল ভোটকর্মীদের পরামর্শ প্রদান করেন।

এ দিন মোট ৭৭টি দল কাছাড় জেলার সাতটি বিধানসভা আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিটি দলে একজন করে মাইক্রো অবজারভার, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার এবং ভিডিওগ্রাফার ছিলেন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়।

Overcoming hardship, Postal ballot Team moves ahead

পরে বিকেলে ভোটকর্মীরা মিনি সচিবালয়ে ফিরে আসেন৷ উধারবন্দ বিধানসভা আসনের দায়িত্বপ্রাপ্ত ২ নং দল সবচেয়ে বেশি ১৯টি ভোট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। কীর্তি জল্লি উত্তরীয়, ফুলের তোড়া ও চকলেট দিয়ে দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker