Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে প্রথম এনকাউন্টার, ধৃত ডাকাত গুলিবিদ্ধ
ওয়েটুবরাক, 3 ফেব্রুয়ারিঃ কাছাড় জেলাতেও পুলিশের সঙ্গে ধৃতের সংঘর্ষের ঘটনা ঘটল। গুলিবিদ্ধ সোনাইর ধনেহরি এলাকার বাসিন্দা তাজউদ্দিন। ডাকাতির অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল। বুধবার রাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তার পিস্তলের কথা জানতে পারে পুলিশ। সে জানায়, পিস্তলটি রাখা আছে শালচাপড়ায়। তাকে নিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নিজে যান শালচাপড়ায়। নির্দিষ্ট স্থানেই ওই পিস্তলটি পাওয়া যায়। তাতে তাজা কার্তুজ ছিল। সঙ্গে সঙ্গে সেটি বাজেয়াপ্ত করেন তারা।
পুলিশের ভাষ্য, এর পর তাকে নিয়ে যখন ফিরছিলেন, তখন আচমকা সুব্রত সেন ও তাঁর দেহরক্ষীকে জখম করে তাজউদ্দিন পালিয়ে যেতে চায়। পুলিশ আত্মরক্ষায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। হাটুর নীচে গুলি লাগলে তাজউদ্দিন আর এগোতে পারেনি। পুলিশকর্মীরাই তাকে তুলে এনে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করান। ডাকাতির অভিযোগে ধৃত তাজউদ্দিন বর্তমানে মেডিক্যালে চিকিতসাধীন ।