Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে পঞ্চাশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত
ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর ঃ মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সঙ্গে বাড়ছে সাফল্যের খতিয়ান। শুক্রবার রাতের তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে দুই লক্ষ ইয়াবা ট্যাবলেট। শিলচর-আইজল জাতীয় সড়কের ওপর ধলাইয়ে নাকাচেকিংয়ের সময় এএস২৫টিসি১৫৮২ নম্বরের একটি লরিতে তল্লাশি চালানো হয়। দুই লক্ষ ট্যাবলেট বাজেয়াপ্ত করার সঙ্গে গ্রেফতার করা হয় চালক সহ পাঁচ পাচারকারীকে। ধৃতরা হলো বকোর চন্দন ডালু, মোধিরাজ হাজম ও রাজদীপ পাল, মেঘালয়ের ভাদু ওয়ারবালাং এবং ত্রিপুরার সুমন সরকার।
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, বাজেয়াপ্ত ট্যাবলেটের বাজারমূল্য অন্তত পঞ্চাশ কোটি টাকা। মিজোরামের চাম্পাই থেকে ট্যাবলেটগুলি নিয়ে তারা রওয়ানা হয়েছিল বরাক উপত্যকার উপর দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে।