Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে নদীবাঁধ মেরামতিতে নামছে জলসম্পদ বিভাগ
১৪ ফেব্রুয়ারি: বর্ষার আগে কাছাড় জেলার নদীবাঁধের বেশ কিছু অংশ মেরামতিতে হাত দিচ্ছে জলসম্পদ বিভাগ৷ প্রায় ৩ কোটি টাকার কাজে অনুমোদন মিলেছে৷ দরপত্রও আহ্বান করা হয়েছে৷
কাছাড় ইনভেস্টিগেশন ডিভিশন করাবে বরাক নদীতীরের গণিরগ্রাম থেকে কাটিগড়া অংশ৷ ১ কোটি ১৫ লক্ষ টাকার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মহাদেবপুর এলাকার ভাঙন মেরামতিতে৷
শিলচর ডিভিশন মোট ৭টি কাজ হাতে নিয়েছে৷ বরাক নদীতীরে মধুরামুখ থেকে মাসিমপুর পর্যন্ত, উত্তর কৃষ্ণপুর থেকে তারাপুর, মাসিমপুর থেকে আলগাপুর কাটাখাল, ঘাঘরা নদীতীরে এসটি রোড থেকে তুলোমার পিডব্লুডি সেতু পর্যন্ত, সোনাই নদীতীরে এসএম রোড থেকে দর্মিখাল জামালপুর এলাকা এবং ঝুলনপুল এলাকা, রুকনি নদীতীরে পানিভরা থেকে ভাগাবাজার এবং দুলালগ্রাম থেকে টিলানগর৷
কাজ বণ্টনের ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ করে নিতে চায় বলে জানিয়েছে শিলচর জলসম্পদ বিভাগ৷