Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে গেরুয়া শিবিরের অনেকে এখনও মাঠে নামেননি
ওয়েটুবরাক, ২১ মার্চঃ কাছাড় জেলায় বিজেপির বহু প্রবীণ নেতা এখনও প্রার্থীদের সমর্থনে মাঠে নামেননি। রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা স্বীকার করে নেন কাছাড়ের নির্বাচন ইনচার্জ নিত্যভূষণ দে। সাংবাদিকদের নানা প্রশ্নে তিনি জানান, শারীরিক সমস্যার দরুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বেরোতে পারছেন না। তবে তা যে কিছুদিন আগের বিস্ফোরণজনিত নয়, তা বোঝাতে নিত্যবাবু বলেন, তাঁর পুত্র কণাদ পুরকায়স্থ জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিন্তু কবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পেয়েছিলেন কিনা, তা বলতে পারলেন বিজেপির তিন জেলার সাংগঠনিক সম্পাদক বলে পরিচিত নিত্যভূষণ দে।
আর রাজদীপ গোয়ালা? নিত্যবাবুর বক্তব্য, তাঁর ব্যক্তিগত সমস্যা রয়েছে। মা অসুস্থ। তবে তিনি কাজ করছেন। রাজ্য পর্যায়ে যোগাযোগ রয়েছে তাঁর। গোলক গোয়ালা ? নিত্যবাবু জানান, তিনি তাঁর ক্ষোভের কথা দলের কাছে জানিয়েছিলেন ঠিকই। কিন্তু পরে পত্রিকায় তা দেওয়া ঠিক হয়নি। তাই তাঁর বিষয়ে দলে ভাবা হচ্ছে।
উদয়শঙ্কর গোস্বামী এবং অবধেশ গোয়ালা তো সাংবাদিক সম্মেলন ডেকে বিবেক ভোটের আহ্বান জানিয়েছেন। তাঁদের নিয়েও কি ভাবা হচ্ছে? জোর গলায় কিছু বলতে পারলেন না বিজেপি নেতৃত্ব। আমতা আমতা করে নিত্যবাবু জানান, ‘বিজেপি কর্মকর্তা হিসেবে এ ভাবে তাঁদের বলা উচিত হয়নি। আগে দলে আলোচনা করা নিতে পারতেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলব।’