Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে কোভিড যোদ্ধারাই প্রতিষেধক নিতে আসছেন না !
৪৭৫ জনের মধ্যে টিকা নিলেন না ২৯৮ জন
২১ জানুয়ারি: কাছাড় জেলায় কোভিড প্রতিষেধকের জন্য সাড়া মিলছে না৷ প্রথমদিন থেকেই তালিকাভুক্তদের অনুপস্থিতি৷ তিনদিনে ৪৯৫ জনের মধ্যে ২৯৮ জনই কোভিড টিকা এড়িয়ে গেলেন৷ এরা সবাই প্রথম শ্রেণির কোভিড যোদ্ধা৷ কেউ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, কেউ অঙ্গনওয়াড়ি কর্মী৷ আশঙ্কার কথা, এরাই যদি টিকাগ্রহণে রাজি না হন, তবে সাধারণ মানুষ কতটা আগ্রহ দেখাবে!
সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার মেডিক্যাল কলেজে টিকা নেওয়ার কথা ছিল ১০১ জনের৷ নিয়েছেন ৬৬ জন৷ সিভিল হাসপাতালে কথা ছিল ১০০ জনের৷ নিলেন মাত্র ৪৬ জন৷ দ্বিতীয়দিন কোভিশিল্ড নিতে মেডিক্যালে যাওয়ার কথা ৯৭ জনের৷ টিকা নিলেন মাত্র ১০ জন৷ সে দিন সিভিলে ৭৬ জন নাম লিখিয়ে ৩২ জন নিতে হাজির হলেন৷ তা ছাড়া, বৃহস্পতিবার মেডিক্যালে ৬৭ জনে ২৫ এবং সিভিলে ৩৪ জনে ৮ জন প্রতিষেধক গ্রহণ করেছেন৷