Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে এফসিআই-র কাছে ধান বিক্রির জন্য কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগের অনুরোধ
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : কাছাড় জেলায় ধান বিক্রির জন্য কৃষকদেরকে কৃষি বিভাগের স্থানীয় চক্র উন্নয়ন আধিকারিকের সঙ্গে অথবা এফসিআই (ভারতীয় খাদ্য নিগম)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জেলাশাসকের স্বাক্ষরিত এক আবেদনে জেলার কৃষকদের জন্য এ ব্যাপারে দুইটি ফোন নাম্বারও দেওয়া হয়েছে। ফোন নম্বর দুটি 9654320171 এবং 9409564460।
কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, চাষ করা জমির জমাবন্দি কপি নিয়ে স্থানীয় কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নাম পঞ্জীয়ন করতে হবে। এরপর নিকটবর্তী ধান ক্রয় কেন্দ্রে গিয়ে কৃষকদের নিজেদের ফটো সংবলিত ব্যাঙ্ক পাসবুকের কপি জমা দিতে হবে এবং ধান বিক্রয়ের ধার্য করা দিনক্ষণ জেনে নিতে হবে। ধান ক্রয় কেন্দ্রে যাবার সময় অল্প ধানের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে।
চাষাবাদের জমির দাগ নম্বর বা পাট্টা নম্বর না থাকলে অথবা অন্য কারও জমিতে চাষাবাদ করলে উপায়ুক্তের নিয়োজিত আধিকারিকের দ্বারা স্বাক্ষরিত নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে নাম পঞ্জীয়ন করতে হবে। ধান বিক্রির তিন-চার দিনের মধ্যে ব্যাংক মারফত বিক্রয়ের অর্থ অ্যাকাউন্টে জমা হবে। উল্লেখ্য, এ বছরের ধানের বিক্রয় মূল্য মোটা ধানের ক্ষেত্রে ১৯৪০ টাকা এবং মিহি ধানের ক্ষেত্রে ১৯৬০ টাকা ধার্য হয়েছে।