Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ফের এনকাউন্টার, গুলিবিদ্ধ আরও এক ডাকাত
ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি ঃ ফের এনকাউন্টারের ঘটনা কাছাড় জেলায়। এ বার পুলিশের গুলিতে জখম হয়েছে অভিযুক্ত ডাকাত হোসেন আহমদ লস্কর। তিনটি ডাকাতির ঘটনায় খোঁজা হচ্ছিল তাকে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল শনিবার রাতে ৩৫ বছরের হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পয়েন্ট টুটু পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। পিস্তল সহ তাকে নিয়ে ফেরার সময়েই ঘটে এনকাউন্টারের ঘটনা। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রতকুমার সেন জানিয়েছেন, আচমকা দুই পুলিশকে জখম করে হোসেন পালানোর চেষ্টা করে। পুলিশ তখন বাধ্য হয়েই গুলি চালিয়ে তাকে আটকায়। পায়ে গুলিবিদ্ধ হোসেনকে পরে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন।
নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জেলায় এনকাউন্টার চললেও কাছাড় জেলায় জানুয়ারি পর্যন্ত এমন কোনও ঘটনা ঘটেনি। ফেব্রুয়ারি ঢুকতেই ঘটছে একের পর এক এনকাউন্টার। প্রথম ঘটনাটি ঘটে গত বুধবার। সোনাইর ধনেহরির আর এক ডাকাত তাজউদ্দিন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলিবিদ্ধ করে তার গতিরোধ করে। শনিবার রাতে গুলিতে জখম ডাকাত হোসেন আহমেদের বাড়িও সোনাইর ধনেহরি এলাকায়। দ্বিতীয় এনকাউন্টার হয় শনিবার রাতে। সুপারি মাফিয়া নিজামউদ্দিনকে সপুত্র গ্রেফতার করা হয়েছিল। তাকে শিলচর নিয়ে আসার সময় শালচাপড়ায় গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলিবিদ্ধ করে। তিনজনই বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিতসাধীন।