Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের ১৩৮টি গ্রামের ৪১ হাজার লোক বন্যার কবলে
ওয়েটুবরাক, ১৫ মে : কাছাড় জেলার নদীগুলির জলস্ফীতিতে ১৩৮টি গ্রামের ৪১ হাজার ৩৭ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। বন্যাক্রান্ত ১৬৮৫ জন লোক এ পর্যন্ত ১২টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলার ২০৯৯ হেক্টর জমির ফসল চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় শিবিরগুলিতে বন্টনের জন্য কাটিগড়ায় রবিবার সাড়ে ৩২ কুইন্টাল চাল, ৬ কুইন্টাল ডাল, ১ কুইন্টাল ৮০ কেজি লবণ বরাদ্দ করা হয়েছে। শিলচর সদর সার্কলের ৩টি আশ্রয় শিবিরে ত্রাণ বন্টনের জন্য ৪৫ কেজি চাল, ৯ কেজি ডাল, ৩২ লিটার ভোজ্য তেল বরাদ্দ হয়েছে।
এছাড়া ৭২ কার্টুন মিনারেল ওয়াটার আশ্রর শিবিরের দুর্গতদের মধ্যে তুলে দেওয়া হয় রবিবার। এদিকে বন্যায় দু্র্গতদের খোঁজখবর নিতে জেলাশাসক কীর্তি জল্লি রবিবার উধারবন্দ ও বড়খলা এলাকা পরিদর্শন করেন। কাছাড়ের সরবরাহ বিভাগের সুপারিনটেনডেন্ট পি কে কলিতা জানিয়েছেন, জেলায় অত্যাবশ্যক পণ্যসামগ্রীর মজুতভান্ডার পযার্প্ত রয়েছে। প্রশাসন থেকে পণ্যসামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণের জন্য নজরদারি বাড়ানো হয়েছে।