Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ের শ্রেষ্ঠ মহিলা রক্তদাতা পল্লবিতা শর্মা, গুয়াহাটিতে ডেকে সম্মাননা

ওয়েটুবরাক, ১৪ জুন : ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে আসাম সরকারের পক্ষ থেকে এ বছর জেলাভিত্তিক শ্রেষ্ঠ মহিলা রক্তদাতা হিসাবে কাছাড় জেলা থেকে মনোনীত হন বিশিষ্ট সমাজকর্মী তথা ‘ লাইফলাইন ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা সম্পাদক পল্লবিতা শর্মা। আজ মঙ্গলবার ‘আসাম এইডস কাউন্সিল সোসাইটি’র পক্ষ থেকে গুয়াহাটির ‘ শংকরদেব কলাক্ষেত্র ‘ ভবনে তাঁর হাতে এই সম্মাননা প্রদান করা হয়।  পল্লবিতা রক্তদান সম্পর্কিত কাজকর্ম ছাড়াও সমাজের বিভিন্ন জনহিতকর কাজে জড়িয়ে আছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বাস্থ্যকর্মী। ‘

জিভিকে ইএম আর আই ইমারজেন্সি মেডিকেল সার্ভিসেস ১০৮’ এর তত্ত্বাবধানে শিলচর মেডিক্যাল কলেজে মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে কর্মরত পল্লবিতা একসময়ে এনজিও ‘ স্মাইল’-এর সঙ্গেও কো-অরডিনেটর এবং পরবর্তীতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জড়িত ছিলেন। তিনি ‘রাজ্য হার্ট কেয়ার সোসাইটি’র ‘ কাছাড় জেলা সম্পাদিকা। এছাড়াও তিনি ‘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে’র ‘ ‘আয়াম সহকার ভারতী’র’ কাছাড় জেলা মহিলা প্রমুখ, ‘কেশব স্মারক সংস্কৃতি সুরভী ‘রও সদস্যা। ২০২০ সালের ‘প্রধানমন্ত্রী জনকল্যাণকারী যোজনা’ র প্রচার প্রসার অভিযানের তিনি ছিলেন রাজ্য সম্পাদিকা। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে পরিচিতজন এবং গুণগ্রাহীরা অত্যন্ত গর্বিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker