Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পর্যবেক্ষণে রাজ্য প্রতিনিধি দল
ওয়েটুবরাক, ২২ জুলাইঃ বিশ্ব জনসংখ্যা দিবস ও বিশেষ ডায়েরিয়া নিয়ন্ত্রণ পক্ষ সঠিকভাবে এগোচ্ছে কি না, তা খতিয়ে দেখতে দু’দিন জেলার বিভিন্ন স্বাস্থ্যখণ্ড চষে বেড়ালেন রাজ্য এনএইচএম-র এক প্রতিনিধি দল। মঙ্গল ও বুধবার দু’দিন বিভিন্ন স্বাস্থ্যখণ্ড সহ একটি করে মাতৃ ও শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়। পরে জেলা স্বাস্থ্য খণ্ডের আধিকারিক ও এন এইচ এমের ব্লকস্তরের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় খতিয়ে পাওয়া বিভিন্ন ক্রটিবিচ্যুতির সংশোধন বিষয়ে বুধবার শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাতৃ মৃত্যু, শিশুমৃত্যু, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টিহীনতা ও পুষ্টিকেন্দ্র, রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য (আরবিএসকে), পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোকপাত করেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আইসি-বিসিসি কনসালট্যান্ট শিখা বড়ঠাকুর, এনভিএইচসিপি-র নোডাল পার্সন ডাঃ কৃষ্ণা কেম্প্রাই, ইউনিসেফের নিউট্রিশন কনসালট্যান্ট খ্যাতি ভাট, রাজ্য এন এইচ এমের ডাটা ম্যানেজার মহেশ সোনার, করিমগঞ্জ জেলা থেকে নিয়োজিত ডাঃ রূপাঞ্জন দাস, সিএইচও হীরক পাল, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ পি কে রায় ও জেলা এন এইচ এম-র কর্মকর্তারা।