Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়েও প্রয়োগ হচ্ছে ন্যানো ইউরিয়া সার
ওয়েটুবরাক, ১ নভেম্বর : কৃষি দফতর, এপার্ট ও ‘ইফকো’র উদ্যোগে ন্যানো ইউরিয়া সারের প্রয়োগ হল কাছাড়ের উধারবন্দের অধীন গোসাইপুর গ্রামের শিবম কুমার দেবের শস্যভূমিতে। ন্যানো ইউরিয়া হল একটি তরল ইউরিয়া সার৷ এটি ‘ইফকো’ দ্বারা নির্মিত বিশ্বের প্রথম ন্যানো প্রযুক্তযুক্ত সার, যা শস্যক্ষেত্রে নাইট্রোজেন প্রদান করে। ৫০০ মিলিলিটার তরল ন্যানো সার এক একর জমিতে স্প্রেয়ার সহযোগে প্রয়োগের জন্যে পর্যাপ্ত। একটি ৪৫ কিলো ইউরিয়া সারের ব্যাগে যা শক্তি তার মোটামুটি সমপরিমাণ শক্তি থাকে এক লিটার তরল ইউরিয়া সারের বোতলে, মন্তব্য করেন আধিকারিকেরা। তাঁরা বলেন, মাত্র ২-৪ মিলিলিটার ন্যানো ইউরিয়া ১ লিটার জলে মেশানোর জন্যে যথেষ্ট ।
এই সার প্রয়োগ মূলত দুটি পর্যায়ে হয়ে থাকে৷ প্রথম স্প্রে ফসল রোপণের ২০ থেকে ২৫ দিনের মধ্যে ও দ্বিতীয় প্রয়োগ করা হয় প্রথম প্রয়োগের ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে। এই ন্যানো ইউরিয়া সার খাদ্যশস্য, ওষুধি গাছ, বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য, ফল, ফুল ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগের জন্যে খুবই উপযুক্ত। জেলা কৃষি আধিকারিক ড. এ আর আহমেদ বলেন, এই প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদনে এক বৈপ্লবিক ধারা এনে দেবে। তিনি কৃষকদের কাছে ন্যানো ইউরিয়ার লাভ ও উপকারিতার জন্য সবাইকে এই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসার পরামর্শ দেন।