Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়েও নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন
৮ নভেম্বর: ১০৩ তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী সারা দেশের সঙ্গে কাছাড় জেলাতেও এসইউসিআইর পক্ষ থেকে পালন করা হয়। শনিবার শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির কার্যালয়ের সামনেও পতাকা উত্তোলন করা হয়।
নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, আমাদের দেশ সহ গোটা বিশ্ব এখনও কোভিড মহামারির করাল গ্রাস থেকে মুক্ত হয়নি। এই রোগ ইতিমধ্যেই লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে, অন্যদিকে বিশ্বব্যাপী আর্থিক মন্দার ফলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ কাজ হারিয়ে খিদের জ্বালায় মৃত্যুভয়ে ধুঁকছে। এই দুর্বিসহ অবস্থার মধ্যেই এই বছর মহান নভেম্বর বিপ্লবের ১০৩ তম বার্ষিকী তার ঐতিহাসিক শিক্ষা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে।
তিনি বলেন, সমগ্র মানবজাতি আজ এক অভূতপূর্ব সঙ্কটের সম্মুখীন৷ বিশ্বের পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষকরা ও তাদের তল্পিবাহক সরকারগুলি যদি তাদের মুনাফালোভী আর্থিক নীতির ঊর্ধ্বে উঠে মিলিটারি খাতে ব্যয়সঙ্কোচ করে স্বাস্থ্যখাতে ব্যয় বাড়াতে তৎপর হতো, তাহলে হয়তো এই মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া ও বিপুল মৃত্যুকে অনেকাংশে এড়ানো যেতো। মুনাফাখোরদের স্বার্থ রক্ষাকারী সরকারগুলো বর্তমান ভয়াবহ আর্থিক মন্দা ও তার সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যার জন্য দায়ী। পুঁজিপতি শ্রেণি, একচেটিয়া পুঁজিপতি ও বহুজাতিক সংস্থাগুলোর সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে শ্রমিক শ্রেণির উপর ক্রমাগত নির্মম নিষ্পেষণ ও শোষণ শত শত কোটি মানুষের জীবনকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিচ্ছে।