Barak UpdatesHappeningsBreaking News

কাগজ কল: বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ বিডিএফ

ওয়েটুবরাক, ২ জুন: নির্বাচনী প্রচারে এসে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই রাজ্যের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে তারা কাছাড় ও নগাঁও কাগজকলের পুনরুজ্জীবনের জন্য সর্বাত্মক উদ্যোগ নেবেন। বিডিএফ আহ্বায়ক বলেন, এইসবের পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে নির্বাচনের পর কাগজকলের সমস্যার সমাধান হবে। কিন্তু এখন মিলগুলো বিক্রির জন্য গতকাল বিজ্ঞপ্তি দেখে  স্তম্ভিত হয়ে পড়ি। তাঁর কথায়, এই পদক্ষেপ নেওয়া হলে একদিকে যেমন কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পাবার ব্যাপারটি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে৷ তেমনি এই কাগজকলকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে যে ২ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ থাকতে পারত তারও ইতি ঘটবে।

Rananuj

বিডিএফ এর আরেক আহ্বায়ক জহর তারণ বলেন, এই বিজ্ঞপ্তি অনুযায়ী দুটো কাগজকল সহ এইচ পি সির সমস্ত সম্পত্তির বিক্রয় মূল্য বা রিজার্ভ প্রাইস ধার্য্য করা হয়েছে ১১৩৯ কোটি টাকা। তিনি বলেন যে অথচ কিছু সংশ্লিষ্ট সূত্র থেকে আমরা জানতে পেরেছি বর্তমানে দুটো মিলের অধীনস্থ জমি রয়েছে ২০০০ একর। এছাড়া যন্ত্রপাতি সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে এইচ পি সির অনেক সম্পত্তি। তিনি বলেন যে কিছু বিশ্বস্ত সূত্র থেকে এই সবকিছুর বিক্রয়মূল্য ৫০০০ কোটি টাকার কম হবেনা বলে খবর পাওয়া গেছে। তার প্রশ্ন কোরোনা কালীন এই অভূতপূর্ব পরিস্থিতিতে তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কি এতই জরুরী ছিল ? তিনি বলেন যেহেতু এইচ পিসির উক্ত সমস্ত সম্পত্তি সরকারি টাকায় কেনা তাই এর বিক্রয়মূল্য কম হচ্ছে কিনা ,তা জানবার একশো শতাংশ অধিকার জনগনের রয়েছে। তিনি তাই সরকারকে অবিলম্বে এই ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করার জন্য দাবি জানিয়েছেন।

বিডিএফ এর সদস্যরা এদিন একযোগে নতুন মুখ্যমন্ত্রীকে এই বিজ্ঞপ্তিকে প্রত্যাহার করে অবিলম্বে আবার কি করে কাছাড় কাগজকলকে সচল করা যায় সেদিকে নজর দেবার আহ্বান জানিয়েছেন। তারা বর্তমান মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতাকে প্রশংসা করে এই ব্যাপারে সদর্থক ভূমিকা প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেন।একই সঙ্গে তাদের বক্তব্য যে সরকার যদি এরপরও এই ব্যাপারে একগুঁয়ে মনোভাব নিয়ে এগিয়ে যান তবে বরাকের বাসিন্দাদের নিয়ে এই ইস্যুতে যথাসাধ্য আন্দোলন কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker