NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাগজ কল নিলামে, প্রতিবাদে দাবি দিবস এসইউসিআইর
ওয়েটুবরাক, ৫ জুন: কাছাড় ও নগাঁও কাগজ কল পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ এসইউসিআই (কমিউনিষ্ট) দলের আহ্বানে রাজ্য ভিত্তিক দাবি দিবস পালন করা হয়। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, গুয়াহাটি, নলবাড়ি, তেজপুর, যোরহাট, গোয়ালপাড়া, ধুবুরি, উত্তর লখিমপুর, নাহারকাটিয়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন কাৰ্যসূচির মাধ্যমে প্ৰতিবাদ জানানো হয়। প্রতিবাদকারীরা কাছাড় ও নগাঁও কাগজ কল পুনর্বার চালু করো’, ‘কাগজ কল দুটো পুঁজিপতিদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত বাতিল করো, ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে৷
দলের আসাম রাজ্য কমিটি মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকপত্র প্ৰেরণ করে মিলদুটি ফের চালু করার জন্য পদক্ষেপ করতে আর্জি জানায়। রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস বলেন, কাগজ কল দুটো পুঁজিপতিদের হাতে বিক্রি করার সিদ্ধান্তের নিন্দা জানানোর ভাষা নেই। লাভজনক এবং উন্নত মানের কাগজ উৎপাদনকারী শিল্প প্ৰতিষ্ঠান দুটো বিক্রি করার ঘোষণার মাধ্যমে সরকার নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতিকে পদদলিত করছে এবং পুনরায় রাজ্যের নাগরিকদের সাথে প্রতারণা করেছে। তিনি এও বলেন, কাগজ কল দুটো নিলামের পেছনে সরকার যে যুক্তিই দেখাক না কেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাজার সংকটে জর্জরিত পুঁজিপতি শ্ৰেণীর হাতে রাষ্ট্রায়ত্ব শিল্প জলের দামে বিক্রি করা। এই উদ্দেশ্যেই আসামের তৈল ক্ষেত্ৰ, বিমানবন্দর, তেল শোধনাগার ইত্যাদি পুঁজিপতিদের তুলে দেওয়া হয়েছে। অথচ আসামে স্বাধীনতার পর থেকে কেন্দ্ৰ ও রাজ্য সরকার শিল্পপ্ৰতিষ্ঠান গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্ৰহণ করেনি, জনসাধারণের আন্দোলনের চাপে যে কটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল তাও এখন এক এক করে বিক্রি করে দিতে চাইছে।
তিনি বলেন, গত ৫১ মাস ধরে কাগজ কল দুটোর কর্মচারীরা বেতন না পেয়ে অনেকে আত্মঘাতী হয়েছেন এবং অনেকে বিনা চিকিৎসায় মারা যান।