Barak UpdatesHappeningsBreaking News
কাগজ কল নিলামের সিদ্ধান্তে ক্ষুব্ধ জেলা তৃণমূল কংগ্রেস
ওয়েটুবরাক, ৪ জুনঃ আসামের দুটি রাষ্ট্রায়ত্ত কাগজ কল নিলামে তোলার সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটি। সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ বলেন, এই মিল দুটি পুনরুজ্জীবিত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়ও একই কথা শুনিয়েছেন। এর পরই দেখা যায় ই-অকশন নোটিশ। শান্তিবাবু এই ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী দিল্লি ঘুরে এলেন, প্রধানমন্ত্রী সহ অনেকের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন। কিন্তু কাগজ কল দুটির কথা একবারও কোথাও উল্লেখ করেননি।
শান্তিবাবু বলেন, মুখ্যমন্ত্রী আসামকে দেশের পাঁচ রাজ্যের মধ্যে আনতে চাইছেন। কিন্তু শিল্প তুলে দিয়ে কি তা সম্ভব, জানতে চান নেতৃবৃন্দ। তিনি এই অঞ্চলের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।