NE UpdatesHappeningsBreaking News
কাংপোকপি জেলায় সুপ্রিম কোর্টের প্রতিনিধি দল
ইম্ফল, ৪ অক্টোবর ঃ সংঘর্ষ পীড়িত মণিপুরের কাংপোকপি জেলা বুধবার পরিদর্শন করেছে সুপ্রিম কোর্টের এক প্রতিনিধি দল। জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি গীতা মিত্তালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের নিয়োগ করা এই প্রতিনিধি দলটি এ দিন সেখানকার কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেছে। তিন জনের এই প্রতিনিধি দলে বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিনী ফানসালকার ও দিল্লি হাইকোর্টের প্রয়াক্তন বিচারপতি আশা মেনন রয়েছেন। এছাড়া এ দিন এই প্রতিনিধি দলের সঙ্গে মণিপুরের মুখ্য সচিব ড. বিনীত যোশিও কাংপোকপি জেলা সফর করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক হিংসায় মণিপুরের এই জেলাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সুপ্রিম কোর্ট মণিপুরে সাহায্য, পুনর্বাসন ও পুনর্নির্মাণ ব্যবস্থা তদারকি করার জন্য তিন সদস্যের এই সমিতি গঠন করেছে। এই সদস্যরা জেলাশাসক কার্যালয় চত্বরে পৌছার পর জেলাশাসক মহেশ চৌধুরীর নেতৃত্বে অন্য আধিকারিকরা উষ্ণ স্বাগত জানান। পরে তাঁরা জেলা আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসে জেলার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এই বৈঠকের পরই সমিতির সদস্যরা কিথেলমানবি হাইস্কুল ও লেইকোপর ডায়েট সেন্টারে থাকা দুটি আশ্রয় শিবির পরিদর্শন করেন।