Barak UpdatesHappeningsBreaking News
শারদোৎসবে দুস্থদের পাশে ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন
ওয়েটুবরাক, ১১ অক্টোবরঃ ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম অব্যাহত রয়েছে। আজ মহাষষ্ঠীতে কাঁঠাল রোড পূজা কমিটির পূজা প্রাঙ্গণে সেখানকার স্থানীয় দুস্থ কচিকাঁচাদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুশীল চক্রবর্তী বলেন, ছোটবেলায় খুবই দারিদ্রের সঙ্গে লড়াই করে লেখাপড়া করেছেন। সে জন্য সুযোগ পেলে ফাউন্ডেশনের সীমিত ক্ষমতার মধ্যে দুস্থ পড়ুয়াদের জন্য কিছু করার চেষ্টা করেন। ফাউন্ডেশনের আরও দুইজন সদস্য বিশ্বরাজ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ চক্রবর্তীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে কাঁঠাল রোড দুর্গাপূজা কমিটির সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন ।
একই ভাবে গত শনিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে রংপুরের যোগ বিজ্ঞান চিকিৎসা কেন্দ্রে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের ১০০ দুঃস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিবেক বাহিনী, শিলচর। বস্ত্র বিতরণের পূর্বে ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে ভূবনেশ্বরী দেবীর পুত্র অনিল চক্রবর্তী বলেন, সামাজিক কাজের উৎসাহ তাঁরা ছোটবেলায় মা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকেই পেয়েছেন। তাঁর আর এক পুত্র সুশীল চক্রবর্তী বলেন, মা-ই শিখিয়েছিলেন দুস্থ মানুষের জন্য কিছু করতে হবে৷ রাষ্ট্রবাদের পাঠও খুব অল্প বয়সে তাঁর কাছ থেকেই পেয়েছেন। বিবেক বাহিনীর সভাপতি ড. সুখময় ভট্টাচার্য ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে তাদের এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানান। ফাউন্ডেশনের পক্ষে অনিল চক্রবর্তী, সুশীল চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বরাজ চক্রবর্তী, ভেঙ্কটেশ্বর চক্রবর্তী ও বৈভব চক্রবর্তী। অপরদিকে বিবেক বাহিনীর সভাপতির সঙ্গে ছিলেন সম্পাদক শেখর পালচৌধুরী, পীযূষ চক্রবর্তী, অশোককুমার দেব, বিবেক বিশ্বাস, শুভ্রাংশু চক্রবর্তী , সৌম্যদীপ পালচৌধুরী ,অরুণ দাস, সুব্রত নাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চাচালনা করেন শেখর পালচৌধুরী।