Barak UpdatesHappeningsBreaking News
কল্লোল সংঘে চক্ষু পরীক্ষা করালেন ৪৪ জন
ওয়েটুবরাক, ১৮ মার্চ : কল্লোল সংঘের উদ্যোগে ও ইআরসি শিলচরের সহযোগিতায় আজ শনিবার রাধামাধব কলেজ রোড স্থিত কল্লোল সংঘ ভবনে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উৎসবের অঙ্গ হিসাবে ওই শিবিরের আয়োজন করে কল্লোল সংঘ। বরিষ্ঠ নাগরিক সহ বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৪৪ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনের নিরিখে কোনও কোনও রোগীকে ওষুধ এবং কয়েকজন অতি দুস্থ রোগীকে চশমার ব্যবস্থা করে দেওয়া হয়। সংঘের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এই আয়োজনে অগ্রণী ভূমিকা নেওয়ায় সবাই তাঁকে সাধুবাদ জানান।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্লোল সংঘের কোষাধ্যক্ষ অসীম দে, ক্রীড়া সম্পাদক অঞ্জন চন্দ, শংকর মোদক, অভিজিৎ দেবনাথ, প্রদীপ দেবনাথ, রণধীর ভট্টাচার্য, উত্তম মিশ্র, চন্দন নাথ, বিশ্বজিৎ ভট্টাচার্য, জয়ন্ত রায়, রতীশ চন্দ প্রমুখ।