Barak UpdatesHappeningsCultureBreaking News
কল্লোল সংঘের বাসন্তী পূজোর উদ্বোধন
ওয়ে টু বরাক, ২ এপ্রিল : শিলচর সোনাই রোডের কল্লোল সংঘ এবারও বাসন্তী পূজার আয়োজন করেছে। বুধবার সন্ধ্যায় দেবী প্রতিমার সামনে প্রদীপ জ্বেলে দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্য অতিথি শংকর মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। এই মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বিশ্বতোষ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। কল্লোল সংঘের ভবনের উন্নতিকল্পে বিধায়কের দেওয়া পাঁচ লক্ষ টাকার কাজের ফলক উন্মোচন করেন অতিথিরা। এছাড়াও এই অনুষ্ঠানে কল্লোল সংঘের সভাপতি সৌগত সোম, সম্পাদক অতনু ভট্টাচার্য সহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।