Barak UpdatesHappeningsBreaking News
কল্যাণ আশ্রমের ছাত্রের পড়াশোনার ব্যয়ভার বহন ভূবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের

ওয়ে টু বরাক, ৩ ফেব্রুয়ারি : সমগ্র ভারতবর্ষ জুড়েই বনবাসী কল্যাণ আশ্রমের কাজকর্ম চলে। মূলত ভারতবর্ষের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলের ছেলেদের পড়াশোনা ও ভরণপোষণের দায়িত্ব বহন করে থাকে বনবাসী কল্যাণ আশ্রম। কল্যাণ আশ্রমের এই ব্যয়ভার মূলত বহন করে থাকেন সেই এলাকার কিছু সমাজদরদী মানুষ ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।
গত রবিবার শিলচরের এমনই একটি সংস্থা ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন শিলচর কল্যাণ আশ্রমের একটি ছাত্রের এক বছরের পড়াশোনার পুরো ব্যয়ভার বহন করল। এ দিন সংস্থার পক্ষ থেকে কল্যাণ আশ্রমের দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক রাজেশ দাসের হাতে ফাউন্ডেশনের সদস্য সুশীল চক্রবর্তী একটি ছাত্রের পুরো বছরের পড়াশোনার খরচ বাবদ কুড়ি হাজার টাকার চেক তুলে দেন। কথা প্রসঙ্গে ভুবনেশ্বরী দেবীর পুত্র সুশীল চক্রবর্তী বলেন, ছোটবেলাতেই তাদের মা সমাজ সেবার কাজে ব্রতী হওয়ার পাঠ শিখিয়েছিলেন। সেই উদ্দেশ্য নিয়েই তারা তাদের মায়ের নামে শিবজ্ঞানে জীব সেবা করার জন্য ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন নামে একটি সংস্থা স্থাপন করেন এবং বিগত চার বৎসর ধরে এই সংস্থা নিরলস সমাজের কাজ করে যাচ্ছে।
সবশেষে ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের এই মহৎ কাজের জন্য কল্যাণ আশ্রমের সম্পাদক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ওই অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বরাজ চক্রবর্তী ও কল্যাণ আশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজয় দুগের ও আবাসিক ছাত্ররা।