Barak UpdatesHappeningsBreaking News

কল্যাণকুমার দাস কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)

ওয়েটুবরাক, ১১ নভেম্বর : কাছাড় জেলার ডিএসপি কল্যাণকুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে৷ তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পদে কাছাড়েই দায়িত্ব নির্বাহ করবেন৷ শুক্রবার রাজ্য স্বরাষ্ট্র দফতর পুলিশ অফিসারদের দায়িত্বে রদবদল ঘটিয়েছে৷

Rananuj

নতুন তালিকায় হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পদে নিযুক্তি পেয়েছেন ড. বিদ্যুৎ বরো দাস৷ তিনি এতদিন উদালগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে কার্য নির্বাহ করেন৷ মাইবাংয়ের এসডিপিও অনলজ্যোতি দাসেরও পদোন্নতি হয়েছে৷ তিনি এখন ডিমা হাসাওর নতুন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হলেন৷ হাইলাকান্দিতে ডিএসপি ডিআইবি পদে বদলি হয়েছেন মনোজকুমার লহকর৷ তিনি এতদিন গুয়াহাটিতে ট্রাফিক সামলাচ্ছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker