Barak UpdatesHappeningsBreaking News
আজ কল্পতরু উৎসব, শিলচরে মিশনের দরজা খুলবে সন্ধ্যা ৬টায়
১ জানুয়ারি: সকাল থেকেই শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসবের প্রস্তুতিতে শেষ তুলির টান চলছে৷ গ্রন্থাগারের সামনে বিশাল বৃক্ষতলে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল চত্বর৷ ভক্তরা সকাল থেকেই বিশেষ দিনে ঠাকুর রামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দকে প্রণাম নিবেদনে আসছেন৷ তবে কল্পতরু উৎসবের বিশেষ পূজা আরম্ভ হবে দুপুর দুইটায়৷
শিলচর রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, করোনা সতর্কতায় ওই সময়ে ভক্ত-দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ সকাল এগারোটাতেই মিশনের সদরদরজা বন্ধ করে দেওয়া হবে৷ খুলবে সন্ধ্যা ৬টায়৷ সচিব মহারাজ জানিয়েছেন, এই কল্পতরু উৎসব ফেসবুকে সরাসরি দেখানো হবে৷ সন্ধ্যা ৬টার পর অবশ্য ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন৷ তবে সবাইকে তখন কোভিড বিধি মেনে চলতে অনুরোধ করেন তিনি৷