Barak UpdatesHappeningsBreaking News
কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল
ওয়েটুবরাক, 26 অক্টোবরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে তা 1 নভেম্বরের মধ্যে করতে বলা হয়েছিল। বুধবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশে আগামী 3 নভেম্বর আবেদন পত্র গ্রহণের শেষ দিন ধার্য হয়েছে। কলেজগুলিকে ওই সব আবেদনপত্র একদিনের মধ্যে যাচাই করে নিতে বলা হয়েছে। 4 অক্টোবরের মধ্যে কলেজগুলিকে সমস্ত আবেদন যাচাই করে নিতে হবে। কলেজগুলির অনুরোধেই এই সময়সীমা বর্ধিত করা হয়েছে। তবে বর্ধিত সময়ে আবেদনের জন্য পাঁচশো টাকা লেট ফি দিতে হবে। এই টাকা তিনশো টাকা রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত। বিশ্ববিদ্যালয়ের নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, 3 নভেম্বরের মধ্যে কেউ আবেদন করতে না পারলে এই বছরে আর আবেদন করার সুযোগ মিলবে না।