Barak Updates
কলা বিভাগও খুলছে বিবিডি কলেজBBD Junior College to start Arts stream
জয়ন্তবাবুই বললেন, অন্যান্য কলেজের চেয়ে ফি কম রাখা এবং ছাত্রদের যেন টিউশনে যেতে না হয়, সে দিকে খেয়াল রেখে এখানে পাঠদান করা হবে। তিনি বলেন, এই কলেজে দুটো শাখা রয়েছে। একটি জুনিয়র কলেজ, অন্যটি কোচিং সেন্টার। কোচিং মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা। সেখানেও বেশ সাড়া রয়েছে বলে দাবি করেন ট্রাস্টের সচিব পান্নাবাবু। তিনি জানান, গত বছর বিবিডি থেকে মোট ৫২জন মেডিক্যাল এন্ট্রান্স তথা নিটে বসেছিল। তাদের মধ্যে ১৭জন অসমের বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশোনা করছে। এ বারও মোট ৬৭জন পরীক্ষায় বসেছে।
দীপকবাবু আশাবাদী, অন্তত ৩০জন এই বছর ডাক্তারি পড়ার সুযোগ পাবে। জুনিয়র কলেজের বিজ্ঞান বিভাগের সাফল্যের কথাও শোনান তাঁরা। বলেন, ৫৫জন পরীক্ষার্থী ছিল। সবাই পাশ করেছে। কলা বিভাগেও আগামীদিনে এমনটাই ফলাফল আশা করছেন তাঁরা। সেই লক্ষ্যেই নারায়ণ মজুমদার, আরপি বিশ্বাস, বিভাস দেব, যশবন্ত রায় এবং এমএ করিমকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে, জানান অধ্যক্ষ ড. জয়ন্ত দেবরায়।