NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কলাশিবের জেলাশাসক এলেনই না, মামিতের ডিসির এককথা, জওয়ান সরবে না
৩১ অক্টোবর: অসম-মিজোরাম বিবাদ নিরসনে শনিবার জেলাশাসক পর্যায়ের দুইটি বৈঠক ডাকা হয়েছিল৷ কলাশিবের জেলাশাসক সকালে জানিয়ে দেন, তিনি আসছেন না। তাই কাছাড়-কলাশিব বৈঠক হয়নি। অন্যদিকে, মামিতের জেলাশাসক লালরোজামা করিমগঞ্জের বৈঠকে এসে এককথাই শোনান, জওয়ানদের সরানো সম্ভব নয়। দুই রাজ্যের সীমায় শান্তি-সম্প্রীতি রক্ষার জন্যই তাঁরা যেখানে আছেন, সেখানেই থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি সার্ভে অব ইন্ডিয়ার মানচিত্রে ওই জায়গাগুলি যে অসমের, সে কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। এক রাজ্যে এসে অন্য রাজ্য কী করে জওয়ান মোতায়েন করবে, এই প্রশ্নেও অবস্থান বদলাতে নারাজ লালরোজামা। শেষে সিদ্ধান্ত হয়, এলপিজির মত জরুরি সামগ্রী পরিবহণে যাতে অবরোধ বা বাধার সম্মুখীন হতে না হয়, করিমগঞ্জ জেলা প্রশাসন তা খেয়াল রাখবে। কিন্তু করিমগঞ্জ সীমা পেরিয়ে মিজোরামে সাধারণত পণ্য পরিবহণ হয় না। পার্বত্য রাজ্যটিতে পণ্য যায় কাছাড় পেরিয়ে। একে গুরুত্বই দিতে চাইলেন না কলাশিবের জেলাশাসক৷ কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি অবশ্য তৈরি ছিলেন বৈঠকের জন্য৷