Barak UpdatesHappeningsCultureBreaking News
কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাকে শ্রদ্ধা কাছাড় জেলা প্রশাসনের
ওয়ে টু বরাক, ২০ জুন : কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আসাম সাংস্কৃতিক মহা সংগ্রামের জেলাস্তরের বিজয়ী শিল্পীরা রাভা সংগীত পরিবেশন করেন। এছাড়া রাজ্যস্তরের সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার উপস্থিত সবাই উপভোগ করেন। পরে কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন, সহকারী কমিশনার অঞ্জলি কুমারী এবং বহ্নিখা চেতিয়া উপস্থিত শিল্পীদের অনুষ্ঠান উপভোগ করেন এবং সম্বর্ধনা প্রদান করেন।
এ দিনের অনুষ্ঠানে যে সকল শিল্পীরা অংশ নেন তারা হলেন স্বর্ণালী আচার্য, দেবাঞ্জলি চক্রবর্তী, ঈশান ডেউরি, দীপিকা হাজম, কুমকুম রায়, রূপম দেব এবং পিয়ালী আচার্য তালুকদার। তবলায় বিশ্বজিৎ দেব এবং হারমোনিয়ামে সন্দীপ আচার্য সহযোগিতা করেন। অনুষ্ঠানে কুসুম কলিতা রাভা সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস।
উল্লেখ্য, আসামের বিশিষ্ট সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা যিনি সংগীত, সাহিত্য, নাটক ও সামাজিক কাজকর্ম সহ আসামের পরম্পরা, সাংস্কৃতিক সংরক্ষণ এবং তার প্রচার প্রসারের আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ১৯৬৯ সালের ২০ জুন তাঁর মৃত্যু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাঁকে শ্রদ্ধা জানানো হয়ে থাকে।