NE UpdatesHappeningsBreaking News
কলকাতা বইমেলায় প্রকাশিত হলো অমল গুপ্তের ‘সাংবাদিক জীবন’
ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি: প্রকাশিত হলো আসামের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের লেখা গ্রন্থ ‘সাংবাদিক জীবন’। কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য । গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার রণবীর পুরকায়স্থ, বিশিষ্ট কবি বিদ্যুৎ চক্রবর্তী, অনুবাদক নন্দিতা ভট্টাচার্য, সাংবাদিক-প্রাবন্ধিক তাপস পাল, চিত্র সাংবাদিক কিরণ মুখোপাধ্যায় প্রমুখ ।
অনুষ্ঠানে তপোধীর ভট্টাচার্য বইয়ের মাধ্যমে নৈকট্য তৈরি এবং মৈত্রীর বার্তা পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান৷ অমল গুপ্তের বক্তব্য, তাঁর চল্লিশ বছরের কর্মজীবনের পুরোটাই আসামে কাটিয়েছেন৷ পাঁচ মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনকে যেমন খুব কাছে থেকে দেখেছেন, তেমনি সাধারণ জনতার সঙ্গে নিত্য মেলামেশা করেছেন৷ আসাম আন্দোলন সহ বহু উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী তিনি৷ তাঁর ‘সাংবাদিক জীবন’ বইয়ে সে সবেরই বর্ণনা রয়েছে৷