Barak UpdatesHappeningsBreaking News
কলকাতায় ৫টি পুরস্কার পেলো শিলচরের স্বল্পদৈর্ঘ্যের ছবি ভাসান
ওয়ে টু বরাক, ৬ অক্টোবর ঃ স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করে কলকাতার এক ফিল্ম ফেস্টিভ্যালে ৫টি পুরস্কার ছিনিয়ে আনলেন শিলচরের একঝাঁক কলাকুশলী। ‘ভাসান’ ছবিটির জন্য তাঁরা পেয়েছেন বেস্ট ফিল্ম, বেস্ট আর্টিস্ট, বেস্ট ডিরেক্টর, বেস্ট স্ক্রিন প্লে ও বেস্ট স্টোরির খেতাব। স্বাভাবিকভাবেই এ পুরস্কার প্রাপ্তি শিলচরের জন্য বিরাট গর্বের।
শুক্রবার শিলচরে এ নিয়ে এক সাংবাদিক বৈঠকে কলাকুশলীদের পক্ষে মনোজ দেব, সুপ্রতীক দত্তরায়, প্রণব শীল, মৃণাল ধর প্রমুখ জানান, পিক্সেল পয়েন্ট ও কায়ানট শিলচরের যৌথ প্রযোজনায় ২০২১ সালে স্বল্পদৈর্ঘ্যের ছবি ভাসান তৈরি করা হয়েছিল। মহাসড়কের ধার ঘেঁষা লারসিংপার গ্রামে হয়েছিল ছবির শুটিং। এর কাহিনী সুপ্রদীপ দত্তরায়ের, চিত্রনাট্যে মনোজ দেব, নির্দেশনায় ছিলেন প্রণব শীল। প্রযোজনা- মনোজ দেব, সুপ্রদীপ দত্ত রায়, প্রণব শীল ও মৃণাল ধর।
এর কাহিনীটি মূলত করোনার সময় সাধারণ মানুষের অসহায় অবস্থার ছবিটি তুলে ধরা হয়েছে। পেটের তাগিদে পুজোর সময় দু’পয়সা রোজগারের জন্য বাড়ি থেকে দূরে এক পুজোবাড়িতে গিয়েছিলেন এক ঢাকি। ওই সময়ই তিনি খবর পান ঘরে তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত। কিন্তু কাজ ফেলে সে সময় তাঁর বাড়ি ফেরা সম্ভব হয়নি। প্রতিমা নিরঞ্জনের পর তিনি যখন স্ত্রীর জন্য শাড়ি নিয়ে বাড়ি ফেরেন, তখন তাঁর স্ত্রী আর বেঁচে নেই। অসহায় ঢাকি দশমীর সেই লগ্নেই স্ত্রীর জন্য নিয়ে আসা শাড়িটি ভাসিয়ে দিয়েছেন জলাশয়ে। দেবী প্রতিমা নিরঞ্জনের মতোই অসহায় ঢাকির পরিবারে ভাসান হয়েছে জীবন্ত প্রতিমার।
স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয়ে ছিলেন মনোজ দেব, সংযুক্তা দত্তরায়, সুপ্রদীপ দত্তরায় , অজয় কুমার রায়, জয়দীপ চক্রবর্তী, শ্বেতা রায়, অনুশ্রী রায়, সোহম চৌধুরী, বিশ্বজিত নাথ সমাজপতি এবং অন্যান্যরা। রূপসজ্জায় অভীক সেনগুপ্ত, ক্যামেরায় আকাশ দে, রাজ কর, পান্না নাথ ও প্রণব শীল। ড্রোন পরিচালনা করেন শুভজিৎ রায় ও মন্টু দাস। সম্পাদনায় মৃণাল ধর এবং ধ্বনি নির্ধারণে ছিলেন নেহাল কুমার।
ছবিটি এর আগে এ বছরই ইন্ডিয়া সিনে ফেস্টিভ্যাল এবং সিএফএফ ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি অ্যাওয়ার্ড পেয়েছে। আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড ও বেস্ট বেঙ্গলি ফিল্ম হিসেবে ঝুলিতে এসেছে দুটি পুরস্কার। এ দিন টিম ভাসানের পক্ষ থেকে লারসিংপারের জনগণ ও শিলচর হরিসভার কর্তৃপক্ষকে তাদের সহায়তা করার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।