NE UpdatesIndia & World UpdatesBreaking News
কলকাতায় প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : সারদা কেলেঙ্কারি ইস্যুতে শুক্রবার কলকাতার ইডি প্রয়াত প্রাক্তন কংগ্রেস নেতা অঞ্জন দত্তের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একই মামলায় নলিনী চিদম্বরমের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। নলিনী চিদম্বরম প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী। সারদা কেলেঙ্কারির অন্যতম খলনায়ক ছিলেন সারদা গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী সুদীপ্ত সেন। এ দিন ইডি মোট ৬ কোটি টাকার অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যে রয়েছে তিন কোটি টাকার অস্থাবর সম্পত্তি ও সাড়ে তিন কোটি টাকার স্থাবর সম্পত্তি।
পূর্ব বঙ্গ ক্লাবের আধিকারিক দেবব্রত সরকার ও প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাসের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। ইডি অঞ্জন দত্তের মালিকানাধীন অনুভূতি প্রিন্টার্সের সম্পত্তি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা এই সমস্ত সম্পত্তি ছিল সারদা গ্রুপ এবং এর সঙ্গে জড়িত লোকদের। ২০১৩ সালে এই আর্থিক পড়োটাড়োণা বিষয়ে ইডির কাছে মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ ও সিবিআই। এই মামলার ভিত্তিতে ইডি ৮টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করেছিল।
উল্লেখ্য, ২০১৩ সাল পর্যন্ত এই সারদা গ্রুপ পশ্চিমবঙ্গ, আসাম ও ওড়িশায় চিটফান্ড কেলেঙ্কারি সংঘটিত করেছিল। এই সারদা কোম্পানির সংগ্রহ করা মোট অর্থের পরিমাণ ২৪৫৯ কোটি টাকা। যার মধ্যে সুদের পরিমাণ বাদ দিয়ে প্রায় ১৯৮৩ কোটি টাকা আজ পর্যন্ত জমাকারীদের প্রদান করা হয়নি।