NE UpdatesHappeningsBreaking News

কলকাতায় তুরস্ক-বাংলাদেশের ৪ এটিএম হ্যাকার ধৃত, নিয়ে আসতে রওনা দিল অসম-ত্রিপুরার পুলিশ

২০ নভেম্বর : ত্রিপুরা ও অসমে এটিএম হ্যাক-এর সঙ্গে যুক্ত চারজনকে কলকাতা পুলিশের সাইবার সেল গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে তাদের উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়া এলাকা থেকে জালে তুলেছে পুলিশ। তাদের মধ্যে দুজন হাকান জাবুরকান ও ফেত্তাহ আলদেমির তুরস্কের এবং বাকি দুজন মহম্মদ হান্নান ও মহম্মদ রাফিকুল ইসলাম বাংলাদেশের বলে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা ও অসম পুলিশের পৃথক দল কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ জানায়, এই চক্রটি গুয়াহাটির তিনটি এটিএম হ্যাক করেছিল। ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করেছে। পরবর্তীতে হাকান জাবুরকান ও ফেত্তাহ আলদেমির ফটো জারি করে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়। ফেত্তাহ আলদেমির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৬টি মামলা নথিভুক্ত রয়েছে। হাকানের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, হ্যাকারদের বিরাট একটি চক্র ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই এবং দক্ষিণ ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় গত কয়েকদিনে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের প্রায় ৭০ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে হ্যাকাররা।পশ্চিম আগরতলা থানায় মোট ২৮টি মামলা হয়েছে ব্যাঙ্ক প্রতারণার। পুলিশ এই জালিয়াতির ঘটনায় চারটি এটিএম চিহ্নিত করতে পেরেছে। ব্যাঙ্ক গ্রাহকদের আশ্বস্ত করে সদর এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, প্রত্যেকের টাকা ব্যাঙ্ক ফেরত দেবে। কারণ, সমস্ত ঘটনায় ওটিপি দেওয়ার মতো কোনও কিছু হয়নি। এক্ষেত্রে হ্যাকাররা এটিএম-এ স্ক্যানার লাগিয়ে টাকা হাতিয়েছে। তাঁর দাবি, আরবিআই-এর নির্দেশিকা মোতাবেক ওটিপি না দিলে প্রতারণার সমস্ত ঘটনায় আমানতকারীর টাকা ব্যাঙ্ক ফেরত দিতে বাধ্য। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী জানিয়েছেন, এ-ধরনের ঘটনায় ব্যাঙ্কের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই মোতাবেক আবেদন জানালে গ্রাহকদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে।

স্টেট ব্যাঙ্কের আধিকারিক জানান, যে এটিএম কাউন্টার হ্যাক হয়েছে সেই কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের সকলের এটিএম আপাতত ব্লক করে দেওয়া হয়েছে। কয়েকটি সন্দেহজনক এটিএম কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের এটিএমও ব্লক করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই হ্যাকারদের বিরাট একটি চক্র গোটা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। তারাই ত্রিপুরা, অসম, দিল্লি, মুম্বাই এবং দক্ষিণ ভারতে এটিএম হ্যাক করছে। সম্প্রতি তাদের কয়েকজনকে দিল্লী থেকে পুলিশ জালে তুলেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker