NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কর্মচারী পরিষদের শিলচর অধিবেশনে রাজ্য কমিটি পুনর্গঠিত, নয়া নেতা দীপেন-দিলীপ
ওয়েটুবরাক, ২৯ আগস্টঃ সারা আসাম কর্মচারী পরিষদের দুদিন ব্যাপী রাজ্য অধিবেশন রবিবার শিলচরে সম্পন্ন হয়েছে। শনিবার সুশৃঙ্খল ভাবেই এর উদ্বোধন হল। রবিবার কমিটি পুনর্গঠন নিয়ে শৃঙ্খলা, সৌজন্য বজায় থাকে কিনা, এ নিয়ে আশঙ্কা ছিল। শেষপর্যন্ত বেশ কিছু পদে ভোটাভুটি হলেও কোনও ধরনের গণ্ডগোল বা নির্বাচনী শোরগোল হয়নি। গণতান্ত্রিক পরিবেশেই পুরো পর্ব সমাধা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দীপেন শর্মা। সম্পাদক প্রধান দিলীপ কলিতা। দুজনকেই ভোটের মধ্য দিয়ে দায়িত্ব নিতে হয়েছে। সভাপতি পদে দীপেন শর্মা ও বিজয়কৃষ্ণ দত্ত প্রার্থী হয়েছিলেন। সম্পাদক প্রধান পদেও দুইজন প্রতিদ্বন্ধিতা করেন। দিলীপ কলিতা ও খগেন মহন্ত।
নির্বাচিত চার সহসভাপতি হলেন শ্যামন্ত দাস, প্রদীপ রাজখোয়া, শরত দাস ও রুহুল আমিন। চার সহ-সম্পাদক মনোজ লহকর, উতপল দাস, পঙ্কজ বর্মন ও প্রসন্ন বরুয়া। তবে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় মনোনীত হয়েছেন বরাক উপত্যকার শিক্ষক-কর্মচারী নেতা দুদীপ ভট্টাচার্য। তিনি এ বারের এই 37-তম অধিবেশনের অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করেন।
রবিবার অধিবেশন উপলক্ষে কলংমা নামে এক স্মারকগ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে গুয়াহাটি জেলা কর্মচারী পরিষদ। সভাপতি মহানন্দ কলিতা বলেন, তাঁদের নেতৃত্বে সারা অসম কর্মচারী পরিষদ নতুন উদ্যম ও অফুরন্ত কর্মস্পৃহার সংমিশ্রণে নতুন প্রাণ পাবে। অসমের সর্বস্তরের কর্মচারী সমাজের মৌলিক সমস্যাগুলি সমাধানের জন্য তাঁরা সবাই যথাসম্ভব চেষ্টা চালাবেন।