Barak UpdatesHappeningsBreaking News
কর্মক্ষেত্রে মহিলাদের যৌন নির্যাতন : হাইলাকান্দির কার্যালয়গুলিতে কমিটি গড়ার নির্দেশ
ওয়েটুবরাক, ২১ জুন : কর্মক্ষেত্রে মহিলাদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন হাইলাকান্দি জেলার সরকারি কার্যালয়গুলিতে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সব বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক কিমচিন লঙ্গামের পৌরোহিত্যে বৈঠকে সব সরকারি কার্যালয় প্রধানকে আগামী ২৪ জুনের মধ্যে এই আইন অনুযায়ী ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন করে তা প্রশাসনের হাতে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কোনও কার্যালয়ের মহিলা কর্মীরা কোনও ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হলে কার্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটিগুলি এই অভিযোগ খতিয়ে দেখবে। তবে দশজনের কম সরকারি কর্মচারী থাকা কার্যালয় গুলিতে কোনও ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি থাকবে না। সে ক্ষেত্রে জেলার এ ধরনের সব কার্যালয়ের জন্য জেলা পর্যায়ে একটি লোকেল কমপ্লেইনস কমিটি থাকবে। একজন মহিলা চেয়ারপারসনের নেতৃত্বে লোকেল কমপ্লেইন্টস কমিটিতে আরো দুইজন মহিলা সদস্য থাকবেন। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একজন আইনি সদস্য এই কমিটিতে থাকবেন এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিক পদাধিকার বলে এই কমিটির সদস্য থাকবেন। বুধবারের বৈঠকে জেলার সব শীর্ষ আধিকারিককে এই আইন সম্পর্কে বিশদ বুঝিয়ে দেওয়া হয়।