India & World UpdatesHappeningsBreaking News
কর্নাটকে অন্যরূপে মোদি, বললেন, দেশে বাঘের সংখ্যা বেড়েছে
ওয়েটুবরাক, ১০ এপ্রিল : আর কদিন পরেই কর্নাটকে মসনদের লড়াই। তার আগে দক্ষিণের রাজ্যে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি ঘুরে দেখলেন বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প। সেখান থেকেই বাঘসুমারি রিপোর্ট প্রকাশ করলেন। ওই রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে যে সংখ্যাটা ছিল ২ হাজার ৯৬৭, ২০২২ সালে সেটাই বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭৷
১৯৭৩ সালের নভেম্বরে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প কর্মসূচি শুরু করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রক। রবিবার সেই প্রকল্পেরই সুবর্ণ জয়ন্তী উদযাপন করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।