India & World UpdatesHappeningsBreaking News
কর্ণাটকে সার্বভৌমত্ব? কংগ্রেসের অবস্থা এই পর্যায়ে যাবে, ভাবতে পারি না, কটাক্ষ মোদির
ওয়েটুবরাক, ৮ মে : কর্ণাটকে ভোটে ঝড় তুললেন নরেন্দ্র মোদি। সার্বভৌমত্ব ইস্যুতে কংগ্রেসকে টার্গেট করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী।
তিনি রবিবার এক নির্বাচনী সভায় বলেন, ‘এই নির্বাচনে কংগ্রেসের শাহি পরিবার বলেছে, তারা কর্ণাটকে সার্বভৌমত্ব চায়। তারা কি জানেন সার্বভৌমত্ব মানে কী?’ আবার না জেনে এমন বলেছেন, তাও বিশ্বাস করতে পারেন না৷ মোদি বলেন,’ তারা সংসদে রয়েছেন। সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন…’। এরই সঙ্গে মোদি প্রশ্ন তোলেন, কংগ্রেস কি জানে তারা কী বলতে চাইছে? মোদি বলেন, ‘এই বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনা প্রয়োজন…’। এরপর তিনি বলেন, কোনও দেশ স্বাধীন হওয়ার পর সেই ভূখণ্ড পায় সার্বভৌমত্ব, আর কংগ্রেস সেই সার্বভৌমত্বের কথা বলছে কর্ণাটকের জন্য। এই সুর চড়া করে প্রধানমন্ত্রী বলেন, ‘ কংগ্রেস চাইছে দেশ থেকে কর্ণাটককে আলাদা করতে। আমি ভাবতেই পারি না যে তাঁদের টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অবস্থা এই পর্যায়ে যেতে পারে।’ এছাড়াও মোদি অভিযোগের সুরে বলেন, ‘কংগ্রেসের মিথ্যাচার আর কাজ করবে না।’ উল্লেখ্য, সদ্য কর্ণাটকে ভোট প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই ইস্যুটিকেও খোঁচা দিতে ছাড়েননি নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে সোনিয়া কোনও প্রচার অভিযানে যোগ দেননি। সেই সূত্র ধরে মোদি বলেন, ‘কংগ্রেস এতই ভয় পেয়ে গিয়েছে, যখন তাদের মিথ্যাচার কাজ করছে না, তখন তারা প্রচারে আনছে যাঁরা অনেক বছর প্রচারে অংশই নেননি। কংগ্রেস হারের দোষারোপ একে অপরের উপর চাপাতে শুরু করেছে।