India & World UpdatesHappeningsBreaking News
কর্ণাটকে মুখ্যমন্ত্রী বাছাইর দায়িত্ব খাড়গেকে
ওয়েটুবরাক, ১৫ মে : কর্ণাটকে মুখ্যমন্ত্রীর (CM) চেয়ারে বসবেন কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার? নাকি আরও কেউ? চূড়ান্ত করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার ব্যাঙ্গালোরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৩ জন পর্যবেক্ষক সুশীলকুমার শিন্ডে, জিতেন্দ্র সিং এবং দীপক বাবারিয়া৷
রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অত্যন্ত সক্রিয় ভাবে দেখা গিয়েছিল কর্ণাটক কংগ্রেসের দুই মহারথী প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। এই জুটির দৌঁড়েই কর্ণাটকে বিজেপিকে টেক্কা দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। এটাই এখন মুশকিলে রেখেছে দলের সর্বভারতীয় সভাপতিকে৷
সিদ্দারামাইয়া কুরুবা সম্প্রদায়ের বড় নেতা। আর ডি কে শিবকুমার কংগ্রেসের ভোক্কালিগা মুখ। সিদ্দারামাইয়া ৯ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর ডি কে শিবকুমার এই নিয়ে জিতলেন ৮ বার। সিদ্দারামাইয়া যখন মুখ্যমন্ত্রী। তখন তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন ডি কে শিবকুমার। দু-জনেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। কিন্তু নেতৃত্বের প্রশ্নে, এই দুই নেতার মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোতের তত্ত্ব বারবার সামনে এসেছে। শেষ পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন, সেটাই দেখার বিষয়।