Barak UpdatesHappeningsBreaking News
করোনা হেল্পলাইন শিলচর মেডিক্যালে
৩ সেপ্টেম্বর: করোনা চিকিৎসা নিয়ে সাধারণ মানুষকে তথ্য জানানোর জন্য শিলচর মেডিক্যাল কলেজে হেল্পলাইন চালু করা হয়েছে৷ ২৪ ঘণ্টা ওই মোবাইল হেল্পলাইন খোলা থাকবে৷ যে কেউ তাঁর প্রয়োজনীয় তথ্য জানতে চাইতে পারেন ৯৪০১২৩০৪৯০ নম্বরে ফোন করে৷ শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত এ সংবাদ জানিয়েছেন৷
আরও একটি বিষয় তিনি এ দিন স্পষ্ট করে দেন, শিলচর মেডিক্যাল কলেজে কোভিডের পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও যথারীতি চলছে৷ কোভিডের ব্যাপারে মেডিক্যাল কলেজ সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে৷ তাই নির্ভয়ে অন্য রোগীরা মেডিক্যাল কলেজে যেতে পারেন৷ বহির্বিভাগ অন্য সময়ের মতই এখনও খোলা হচ্ছে, চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন৷
ভাস্করবাবু জানান, মঙ্গলবার বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মেডিক্যাল কলেজে ৩ জন প্রাণ হারান৷ তাঁদের মধ্যে রয়েছেন শিলচর অম্বিকাপট্টির প্রাণেশ নাথও৷ ৫২ বছর বয়সী প্রাণেশবাবু বিভিন্ন সংস্থা-সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন৷ তাঁকে ৩০ আগস্ট দুপুর ১টা ২২ মিনিটে মেডিক্যালে ভর্তি করা হয়েছিল৷ তিনদিন চিকিৎসার পর ১ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এর আগেও অবশ্য তিনি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷
আরও দুই কোভিড-মৃত হলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন রোডের ৭৫ বছরের মাধবী ভট্টাচার্য ও আছিমগঞ্জের ৪৫ বছর বয়সী ফাতিমা বেগম৷