India & World UpdatesAnalyticsBreaking News
করোনা সংক্রমণের জেরে বাতিল অমরনাথ যাত্রা
২১ জুলাই : প্রাণঘাতী করোনা ভাইরাসের লাগাতার সংক্রমণের কারণে চলতি বছরের অমরনাথ যাত্রা বাতিল করল অমরনাথ শ্রাইন বোর্ড। মঙ্গলবার এ নিয়ে বৈঠক করে বোর্ড। তারপরেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট কেন্দ্র, অমরনাথ বোর্ড ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে সিদ্ধান্ত নিতে বলেছিল।
এর আগে বলা হয়েছিল, ২১ জুলাই থেকে এ বছরের অমরনাথ যাত্রা শুরু হবে। তবে করোনার কারণে এই নিয়মে কিছু বদল আনা হয়। ঠিক হয়েছিল, এ বার ৫০০ জনের বেশি পুণ্যার্থীকে অমরনাথে যেতে দেওয়া হবে না। উল্লেখ্য, ২১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত পুণ্যার্থীদের জন্য যাত্রা চালুর কথা আগে ঘোষণা করেছিল প্রশাসন। এমনকি জঙ্গি হামলার আশঙ্কায় যাত্রাপথ জুড়ে নিরাপত্তার দুর্ভেদ্য বলয়ও তৈরিও করা হয়েছিল। গত বছরও জন্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা।
এ দিকে, চলতি বছরে যাত্রা স্থগিত রাখার আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের পক্ষে আর্জিতে বলা হয়েছিল, প্রাণঘাতী ভাইরাস যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তাতে চলতি বছরের অমরনাথ যাত্রার অনুমতি দিলে হাজার হাজার পুণ্যার্থী মারণ ভাইরাসের ঝুঁকিতে পড়ে যাবেন। যদিও ধর্মীয় সংবেদনশীল বিষয়ে হস্তক্ষেপে রাজি হননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা সিদ্ধান্ত নেওয়ার ভার অমরনাথ শ্রাইন বোর্ডের উপরেই ছেড়ে দিয়েছিলেন।
অন্যদিকে আবার এই বছর অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করে সেনা। টু সেক্টরের কমান্ডার, ব্রিগেডিয়ার বিবেক সিং ঠাকুর দক্ষিণ কাশ্মীরে সাংবাদিক সম্মেলনে কদিন আগেই বলেন, ‘গোয়েন্দাদের তরফে এমন তথ্যই প্রকাশে আনা হয়েছে যে চলতি বছরের পুণ্যার্থীদের ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। যদিও এই যাত্রা শান্তিপূর্ণভাবে সংগঠিত করার সমস্ত রকম নিরাপত্তা পরিকাঠামো তৈরি করছে সেনাবাহিনী।’ পাশাপাশি তিনি আরও জানান, যাত্রীরা ৪৪ নম্বর জাতীয় সড়কের একটি অংশ ব্যবহার করবেন। তবে এই রাস্তাটি যে সংবেদনশীল সেটাও জানিয়ে দিতে ভোলেননি তিনি।