NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে করোনা ভয়াবহ হচ্ছে, ধুবড়ি-কোকরাঝাড়ে সতর্কতাCorona situation critical in West Bengal, Dhubri- Kokrajhar on alert
২৪ এপ্রিলঃ পশ্চিমবঙ্গে করোনা ক্রমে ভয়াবহ চেহারা নিচ্ছে। বিষয়টি আাসামকেও উদ্বিগ্ন করে তুলেছে। তাই দুই রাজ্যের সীমানা ঘেষা ধুবড়ি ও কোকরাঝাড়ে কড়া সতর্কতা অবলন্বন করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, এমনিতেও ধুবড়ি স্পর্শকাতর। বুধবারও সেখানেও পজিটিভ বেরিয়েছে। সংখ্যার দিক থেকে গোয়ালপাড়ায় সবচেয়ে বেশি 9টি পজিটিভ ধরা পড়েছে। কিন্তু বিস্তৃতির কথা ভেবে ধুবড়ির দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। তাই শনিবার ধুবড়িতে দেড়শোজনের থুতু পরীক্ষা হবে। দ্রুত করার জন্য একসঙ্গে পাঁচজনের থুতু পরীক্ষা হবে। কোনও সেটে পজিটিভ ধরা পড়লে পরদিন ওই পাঁচজনের পৃথকভাবে পরীক্ষা করা হবে। সেখান থেকে ঠিক কে করোনায় আক্রান্ত, তাকে শনাক্ত করবেন চিকিতসকরা।
মন্ত্রী বলেন, ধুবড়িতে এই রেন্ডম টেস্টের ফলাফল অস্বাভাবিক হলে কোকরাঝাড় নিয়েও ভাববেন তাঁরা। পশ্চিমবঙ্গের সীমানা ঘেষা হওয়ায় ওই জেলাতেও রেন্ডম টেস্ট হবে। সঙ্গে দুই জেলার জন্য আরও কিছু ভাবা হবে।