NE UpdatesAnalyticsBreaking News
করোনা সংক্রমণের আশঙ্কায় কামাখ্যার অম্বুবাচী উৎসব এ বার শুধু নিয়মরক্ষার
২৬ এপ্রিল : এ বার লোকজনের সমাগমে হচ্ছে না কামাখ্যার অম্বুবাচী উৎসব। করোনা জেরে থেমে গেল কামাখ্যার এই বহমান পরম্পরা। ২২ থেকে ২৬ জুন ছিল এই ঐতিহ্যবাহী মেলা ও উৎসবের নির্ঘন্ট। কিন্তু কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় প্রতি বছরের মতো হচ্ছে না উৎসবের আয়োজন। হবে শুধু নিছক নিয়মরক্ষা। জমবে না দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার সাধু-সন্ন্যাসীর ভিড়। থাকবেন না লক্ষাধিক দর্শনার্থীও।
মা কামাখ্যা দেবালয়ের পক্ষে ভক্তদের জানিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে। একটি টুইটও করেছে দেবালয়। ‘মা কামাখ্যা দেবালয়’ কর্তৃপক্ষ এই মেলার আয়োজন করে থাকে। আর সংস্থার তরফেই জানিয়ে দেওয়া হয়েছে, এই বছরে কামাখ্যায় মহোৎসব হবে না। কোনও তীর্থযাত্রী, সাধু-সন্ন্যাসীরা যাতে এই উৎসবের জ,ন্য কামাখ্যায় না যান তার জন্য অনুরোধ করা হয়েছে।
আসলে, কামাখ্যার অম্বুবাচী মেলাকে হিন্দুধর্মের বড়সড় বার্ষিক উৎসব বলা যায়। অম্বুবাচী পালন করা হয় দেশের সর্বত্রই। অম্বুবাচীর দিন থেকে পরর্বতী তিন দিন পর্যন্ত কামাখ্যা মন্দির বন্ধ থাকে। তবে, মন্দির চত্বরে বিশাল উৎসব আয়োজন হয়। এই সময় দেশের প্রায় দেবী মন্দিরের প্রবেশদ্বারই বন্ধ থাকে। অম্বুবাচীতে এই দেবী মন্দির বন্ধ রাখা ঘিরে রয়েছে পৌরাণিক ইতিহাস ও কাহিনি।