India & World UpdatesHappeningsBreaking News

করোনা যোদ্ধাদের সম্মানে বুধবার পশ্চিমবঙ্গে সরকারি ছুটি

৩০ জুন: করোনা সংক্রমণ ঠেকাতে রাত দিনের ফারাক দেখছেন না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে রোগীর শুশ্রূষাই রয়েছেন তাঁরা। এই করোনা যোদ্ধাদের সম্মান জানাতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য। আর তাঁদের অবদানকে স্যালুট জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবারে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্যে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জুলাই বুধবার এই করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দুইয়েরই দিনক্ষণ ছিল ১জুলাই। দেশজুড়ে দিনটি ‘ডক্টরস ডে’ হিসেবে পালিত হয়। ফলে ১ জুলাইর মাহাত্ম্য মানুষের কাছে এমনিতেই খুব আছে। তার ওপরে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত এক বাড়তি পাওনা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker