NE UpdatesBarak UpdatesHappenings

করোনা মুক্ত শিলচর মেডিক্যাল কলেজ

২৩ জানুয়ারি: শিলচর মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসা শুরু হয়েছিল গত বছরের ৩১ মার্চ৷ সে দিনই পরীক্ষা করে ধরা পড়ে, বদরপুরের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি পজিটিভ৷ সেই যে মেডিক্যালে করোনা চিকিৎসা শুরু হয়েছিল, শনিবার প্রায় দশ মাস পর করোনা মুক্ত হল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ এ দিন সর্বশেষ দুই রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়৷ এ দিন পরে আর কোনও কোভিড সংক্রমিত হয়ে মেডিক্যাল কলেজে যাননি৷

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, খুশির কথা, এই সময়ে মেডিক্যাল কলেজে কোনও করোনা রোগী চিকিৎসাধীন নেই৷ শ্যামলাল কৈরি ও দীপ্তি চৌধুরী যে দুই করোনা রোগীর চিকিৎসা চলছিল, শনিবার বেলা সাড়ে ১২টায় একসঙ্গে তাদের ছুটি দেওয়া হয়েছে৷

তবে তাই বলে যে আর করোনা রোগীর চিকিৎসা হবে না, বিষয়টি এমন নয়| কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গেলে যথারীতি চিকিৎসা করা হবে৷

ভাস্করবাবু জানিয়েছেন, গত দশ মাসে মোট ২৫৩১ জন রোগী কোভিডে সংক্রমিত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছিলেন৷ তাঁদের ১৮৬ জন করোনায় আক্রাম্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন৷ তাঁদের সবাই কিন্তু করোনার জন্যই মারা যাননি৷ ডেথ অডিট বোর্ডের রিপোর্ট, করোনার জন্যই মৃত্যু হয়েছে ৭২ জনের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker