Barak UpdatesHappeningsBreaking News
করোনা বিধি মেনেই বরাকে ঈদ-উল-আজহা উদযাপিত
ওয়েটুবরাক, ২১ জুলাই : করোনা সংক্রমণের আশঙ্কা এবং রাজ্য সরকারের এসওপিতে ঘরে বসে ঈদ উদযাপনের পরামর্শে এ বারের ঈদ-উল-আজহা বা ইদুজ্জোহাও নিরুৎসাহেই কাটছে৷ আনন্দ-উৎসব, সামাজিকতা একেবারেই গুরুত্ব হারিয়েছে৷ তবে ধর্মীয় পরম্পরা মেনে নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীদের প্রায় সবাই৷ এসওপিতে মসজিদে একসঙ্গে ৫ জনের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হলেও শহরের মসজিদ-ঈদগাগুলি ৫ জনকে একসঙ্গে হতে দেয়নি৷ তাঁরা সকলকেই বাড়িতে থেকে ধর্মীয় পর্ব সেরে নিতে বলেছেন৷
এর মধ্যে রাত ৩টা থেকে ঘণ্টাতিনেকের অঝোর বর্ষণ ঈদের সামান্য যে টুকু পরিকল্পনা ছিল, তাও মার খেয়েছে৷ তবু তাঁরা আশাবাদী, বিকাল ৫টার আগে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ মঙ্গলবার থেকেই কার্ফুর সময় কমিয়ে তা বিকাল ৫টায় শুরু হচ্ছে৷