NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
করোনা বিধির দোহাই ! ত্রিপুরার হোটেলে আটক প্রশান্ত কিশোরের সমীক্ষক দল
ওয়েটুবরাক, ২৭ জুলাই : প্রশান্ত কিশোরের সমীক্ষা সংস্থা আইপ্যাকের কর্মীদের হোটেলে আটকে রেখেছে ত্রিপুরা পুলিশ। রবিবার রাতে করোনাবিধির কথা বলে আগরতলার উডল্যান্ড পার্ক হোটেল থেকে তাদের বেরনো বারণ করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘বাংলায় তৃণমূলের জয়ে বিজেপি এতটাই বিড়ম্বনায় পড়েছে যে তারা ত্রিপুরায় আইপ্যাকের ২৩ জন কর্মীকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপি-র অপশাসনে দেশে গণতন্ত্রের হাজার বার অপমৃত্যু ঘটছে।’
গত সপ্তাহে সমীক্ষার কাজে গিয়েছিল আইপ্যাকের ২৩ জনের একটি দল। রাজধানী আগরতলার ওই হোটেলে উঠেছেন সবাই। রবিবার রাতে হঠাৎই হোটেলে হানা দেয় পুলিশ। ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লাল সিংহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলেছেন।
পুলিশ জানিয়েছে, তাদের আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে৷ করোনা সংক্রমণের আশঙ্কায় রিপোর্ট না আসা পর্যন্ত তাদের হোটেলেই থাকতে বলা হয়েছে৷ বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির বক্তব্য, পুলিশ-স্বাস্থ্য দফতর নিজেদের কাজ করছে৷ তাতে রাজনীতির গন্ধ শোঁকা অর্থহীন৷