Barak UpdatesHappeningsBreaking News

করোনা পরীক্ষা দিয়ে পুজো করব না, হাইলাকান্দিতে পুরোহিতদের সিদ্ধান্ত

১৫ অক্টোবরঃ করোনা পরীক্ষা দিয়ে দুর্গাপূজা করবেন না বলে জানিয়ে দিয়েছেন হাইলাকান্দির পুরোহিতরা। বৃহস্পতিবার তাঁরা এক সভায় মিলিত হয়ে বলেন, এই নির্দেশিকার কোনও যুক্তি নেই। পঞ্চমীর দিনে টেস্ট করে ষষ্ঠী-সপ্তমীতে সকলের সঙ্গে মেলামেশা করলে অষ্টমী বা নবমীতে করোনা হবে না, এর কি কোনও নিশ্চয়তা আছে? এ ছাড়া, পঞ্চমীতে করোনার টেস্ট করিয়ে কোনও পূজার পুরোহিত পজিটিভ হলে কমিটি তখন কোথা থেকে পুরোহিত জোগাড় করবেন? দুর্গাপূজার পুরোহিত কি আর যখন ইচ্ছে পাওয়া যায়! পুজো আয়োজকদের কাছেও তাঁদের আর্জি, তাঁরা যেন পুরোহিতদের ওপর এ নিয়ে চাপ সৃষ্টি না করেন। বরং পুরোহিত জোগাড় করে দিতে প্রশাসনকে বলতে পরামর্শ দেন।

কোভিড টেস্ট করানোর ব্যাপারে আপত্তি তুলেছেন রাধুনিরাও। পুরোহিতদের সঙ্গে তাঁরাও সভায় উপস্থিত হয়ে জানিয়ে দেন, টেস্ট করাতে হলে রান্নাই করবেন না তাঁরা। পুরোহিত-রাধুনির এমন সিদ্ধান্তে চিন্তায় পুজো আয়োজকরা।

Also Read: Hailakandi administration asks puja committees to strictly adhere to State SoP protocols

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker